News71.com
 Bangladesh
 09 Sep 24, 11:38 PM
 85           
 0
 09 Sep 24, 11:38 PM

পুঁজিবাজারে সালমান-এস আলমের অনিয়ম খতিয়ে দেখতে বিএসইসির কমিটি॥

পুঁজিবাজারে সালমান-এস আলমের অনিয়ম খতিয়ে দেখতে বিএসইসির কমিটি॥

 

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পুঁজিবাজার সংশ্লিষ্ট কোনো অনিয়ম করেছেন কিনা, খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে সালমানসহ তার পরিবার অন্যান্য সদস্য ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের স্ত্রী, মেয়ের স্বামী, আত্মীয়সহ তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের কর্মকাণ্ড খতিয়ে দেখবে তদন্ত কমিটি। সোমবার (৯ সেপ্টেম্বর) বিএসইসি পরিচালক মো. মাহমুদুল হক স্বাক্ষরিত এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন