News71.com
 Bangladesh
 09 Sep 24, 11:38 PM
 81           
 0
 09 Sep 24, 11:38 PM

মেট্রোরেলের ছিদ্দিকের নিয়োগ বাতিল, নতুন এমডি আব্দুর রউফ॥

মেট্রোরেলের ছিদ্দিকের নিয়োগ বাতিল, নতুন এমডি আব্দুর রউফ॥

 

নিউজ ডেস্কঃ মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৫) অতিরিক্ত প্রকল্প পরিচালক (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আব্দুর রউফকে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এমএএন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগটি বাতিল করা হয়। পরে আরেক অফিস আদেশে মোহাম্মদ আব্দুর রউফকে এমডির চলতি দায়িত্ব দেওয়া হয়। এম এ এন ছিদ্দিক ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব হন। ২০১৭ সালের ১১ অক্টোবর পর্যন্ত এ পদে থাকেন। অবসরে যাওয়ার পর তাকে ডিএমটিসিএলের এমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন