News71.com
 Bangladesh
 03 Sep 24, 11:27 PM
 125           
 0
 03 Sep 24, 11:27 PM

এস আলমের ৪ ব্যাংকেই চট্টগ্রাম বন্দরের আটকা হাজার কোটি টাকা॥

এস আলমের ৪ ব্যাংকেই চট্টগ্রাম বন্দরের আটকা হাজার কোটি টাকা॥

 

নিউজ ডেস্কঃ এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা চারটি ব্যাংকে জমা থাকা ৯২৮ কোটি টাকা উদ্ধার নিয়ে বিপাকে পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ব্যাংকগুলোর তারল্য সংকটের কারণে এসব টাকা উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হতে যাচ্ছে দেশের প্রধান সমুদ্রবন্দর। সূত্র জানায়, সোশ্যাল ইসলামী ব্যাংকের চট্টগ্রামের চারটি শাখায় ২১২ কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চার শাখায় ১৯০ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংকের দুটি শাখায় ১১৫ কোটি এবং ইউনিয়ন ব্যাংকের ১১টি শাখায় ৪১১ কোটি টাকা ফিক্সড ডিপোজিট রেখেছিল বন্দর কর্তৃপক্ষ। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলে ব্যাংকগুলোর খেলাপিঋণ, তারল্যসংকট, পরিচালনা পর্ষদের নানা অনিয়ম প্রকাশ পেতে থাকে।

এতে উদ্বেগ বাড়ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। স্থায়ী আমানত বা এফডিআরের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের টাকা বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে রাখা হলেও ধারণা করা হচ্ছে প্রভাবশালী মহল প্রভাব খাটিয়ে দুর্বল ও সমস্যাযুক্ত এসব ব্যাংকে চট্টগ্রাম বন্দরের আমানত নিয়ে গেছে। এখন লাভ তো দূরের কথা মূল টাকাই অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বিনিয়োগের বিপরীতে সুদ দেওয়া বন্ধ করে দিয়েছে একাধিক ব্যাংক। রেড জোনে থাকা কয়েকটি ব্যাংক থেকে আমানত তুলে নিতে বারবার পদক্ষেপ নিয়েও ব্যর্থ হয়েছে বন্দর কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন