
নিউজ ডেস্কঃ রাজশাহী জেলায় এখনও পর্যন্ত ১৫৮ আগ্নেয়াস্ত্র জমা দেয়নি সংশ্লিষ্ট বেসামরিক লাইসেন্সধারীরা। এ অবস্থায় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাত থেকেই যৌথবাহিনীর উদ্যোগে পুলিশের লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি চিহ্নিত অপরাধীদের ধরতে অভিযান শুরু হচ্ছে। আর যৌথবাহিনীর এই অভিযানের সময় আইনশৃঙ্খলার উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। রাজশাহীর নব নিযুক্ত পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস বিফ্রিং করেন। সেখানে বক্তব্য দেওয়ার সময় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এ সময় রাজশাহী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। রাজশাহীর এসপি মো. আনিসুজ্জামান জানান, জেলা পুলিশের থানাগুলো থেকে কোনো আগ্নেয়াস্ত্র লুট হয়নি। তবে আমাদের মোট ৬৫০ রাউন্ড গুলি খোয়া গেছে। চারটি গাড়ি একেবারেই পুড়ে গেছে। এছাড়া হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ১১টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বেসামরিক লোকজনের কাছে এখনও লাইসেন্স করা ১৫৮ আগ্নেয়াস্ত্র রয়েছে। যেগুলো তারা শেষ সময় পর্যন্তও জমা দেননি। তাই অবৈধ অস্ত্র উদ্ধার ও নাশকতাকারীদের ধরতে মঙ্গলবার মধ্যরাত থেকেই যৌথবাহিনী অভিযান শুরু করবে।