News71.com
 Bangladesh
 03 Sep 24, 08:32 PM
 89           
 0
 03 Sep 24, 08:32 PM

হজের প্রাক-নিবন্ধন শুরু, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত॥

হজের প্রাক-নিবন্ধন শুরু, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত॥

 

নিউজ ডেস্কঃ ২০২৫ সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। সরকারি-বেসরকারি দুই মাধ্যমেই এই নিবন্ধন কার্যক্রম চলছে। এ নিবন্ধন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের পর প্রাথমিক নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। জানা গেছে, এ বছরও ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করতে পারবেন। সৌদি সরকার আরও আগেই বাংলাদেশের জন্য এই কোটা ঘোষণা করেছে। এই কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাক-নিবন্ধন ফি ৩০ হাজার টাকা। আগের বা নতুন প্রাক-নিবন্ধিত যে কোনো ব্যক্তি ৩ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন