News71.com
 Bangladesh
 02 Sep 24, 11:01 PM
 96           
 0
 02 Sep 24, 11:01 PM

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করবে যুক্তরাষ্ট্র॥

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করবে যুক্তরাষ্ট্র॥

 

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র আরও বিভিন্ন বিষয়ে ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার করবে বলে মন্তব্য করেছেন মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লাফেভ। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মার্কিন কূটনীতিক এ মন্তব্য করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়। পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ার্স বলেছেন, তার দেশের সরকার প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানাতে পেরে খুশি এবং একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ। ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রয়াসে ঢাকায় মার্কিন দূতাবাস এই সপ্তাহে তাদের কনস্যুলার পরিষেবা পুনরায় চালু করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন