News71.com
 Bangladesh
 02 Sep 24, 11:01 PM
 136           
 0
 02 Sep 24, 11:01 PM

১৭ অতিরিক্ত সচিবকে বদলি॥

১৭ অতিরিক্ত সচিবকে বদলি॥

 

নিউজ ডেস্কঃ বিভিন্ন মন্ত্রণালয়ের ১৭ অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়। বদলি কর্মকর্তাদের স্থানীয় সরকার বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, শিল্প মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জননিরাপত্তা বিভাগে পদায়ন করা হয়েছে। কর্মকর্তাদের সোমবারের (২ সেপ্টেম্বর) মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। কেউ যোগ না দিলে সোমবার বিকেল থেকে বর্তমান কর্মস্থল থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন