
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এসময় মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে বেইজিংয়ের সহায়তা কামনা করেন জামায়াতের আমির। সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপ-রাষ্ট্রদূতসহ চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
সাক্ষাৎকালে জামায়াতের আমির ও চীনের রাষ্ট্রদূত দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে জামায়াতের আমির বলেন, আমাদের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছে চীন। আমরা অনুরোধ করেছি, তারা যেন বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করেন। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য আমরা তাদের আরও সক্রিয় হওয়ার অনুরোধ জানিয়েছি। আমরা আশা করছি তারা এটা সক্রিয় বিবেচনায় নেবেন।