News71.com
 Bangladesh
 01 Sep 24, 11:48 PM
 106           
 0
 01 Sep 24, 11:48 PM

পোশাক শ্রমিকদের বেতন দিতে ঋণ পাচ্ছে মালিকরা॥

পোশাক শ্রমিকদের বেতন দিতে ঋণ পাচ্ছে মালিকরা॥

 

নিউজ ডেস্কঃ তৈরি পোশাকসহ রপ্তানি শিল্পের শ্রমিকদের আগস্ট মাসের বেতনের সম পরিমাণ অর্থ দীর্ঘ মেয়াদে ঋণ দেবে ব্যাংক। এ অর্থ সরাসরি শ্রমিকের অ্যাকাউন্টের মাধ্যমে দিতে হবে। রোববার (১ সেপ্টেম্বর) এ সম্পর্কিত নির্দেশনা জারি করে সকল বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।নির্দেশনায় বলা হয়, সাম্প্রতিক অভ্যন্তরীণ রাজনৈতিক ও বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ব্যবসায়িক পরিবেশ বিঘ্নিত হওয়ায় রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহের উৎপাদন কার্যক্রম ও রপ্তানিমূল্য যথাসময়ে প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। ফলে এসব প্রতিষ্ঠানগুলোর শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের সক্ষমতা হ্রাস পেয়েছে। উৎপাদন সক্ষমতা বজায় রেখে রপ্তানির গতিধারা অব্যাহত রাখতে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহকে অর্থায়ন সহায়তা প্রদান প্রয়োজন হয়ে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন