News71.com
 Bangladesh
 01 Sep 24, 11:47 PM
 85           
 0
 01 Sep 24, 11:47 PM

হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস॥ চিকিৎসকদের ২৪ ঘণ্টার জন্য শাটডাউন স্থগিত

হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস॥ চিকিৎসকদের ২৪ ঘণ্টার জন্য শাটডাউন স্থগিত

 

নিউজ ডেস্কঃ চিকিৎসকদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। এ আশ্বাস পেয়ে আগামীকাল সোমবার রাত ৮টা পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। শনিবার (৩১ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী আহসানুল হক দীপ্তর মৃত্যুর অভিযোগ ওঠে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন চিকিৎসকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন