News71.com
 Bangladesh
 31 Aug 24, 10:37 PM
 136           
 0
 31 Aug 24, 10:37 PM

চীন, ভারতসহ প্রতিবেশীদের কাছে বন্যার আগাম তথ্যের জন্য যোগাযোগ করা হবে॥

চীন, ভারতসহ প্রতিবেশীদের কাছে বন্যার আগাম তথ্যের জন্য যোগাযোগ করা হবে॥

 

নিউজ ডেস্কঃ আকস্মিক বন্যায় যথাসময়ে পূর্বাভাস দিতে চীন, ভারত, নেপাল ও ভুটানসহ উজানের দেশগুলোর কাছ থেকে প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ জোরদার করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (৩১ আগস্ট) রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোর কার্যক্রমের পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। পানিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আকস্মিক ও বড় ধরনের বন্যায় যথাসময়ে পূর্বাভাস দেওয়ার লক্ষ্যে চীন, ভারত, নেপাল ও ভুটানসহ উজানের দেশগুলোর কাছ থেকে প্রয়োজনীয় সকল তথ্য চাওয়া হবে। এজন্য দেশগুলোর সাথে আলোচনা ও যোগাযোগ জোরদার করা হবে। জনগণকে যথাসময়ে সহজ ভাষায় বন্যার পূর্বাভাস দেওয়ার প্রয়োজনীয় সকল উদ্যোগ নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন