News71.com
 Bangladesh
 31 Aug 24, 10:10 AM
 112           
 0
 31 Aug 24, 10:10 AM

তিন মাস বন্ধ থাকার পর পর্যটনের জন্য রবিবার থেকে খুলছে ম্যানগ্রোভ সুন্দরবন॥

তিন মাস বন্ধ থাকার পর পর্যটনের জন্য রবিবার থেকে খুলছে ম্যানগ্রোভ সুন্দরবন॥

 

নিউজ ডেস্কঃ দীর্ঘ তিন মাস প্রবেশ নিষিদ্ধ থাকার পর আগামীকাল রোববার থেকে উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। অনুমতি নিয়ে এ দিন থেকে পর্যটক ও বনজীবীরা সুন্দরবনে প্রবেশ করতে পারবেন। ইতিমধ্যে সুন্দরবনসংলগ্ন বনজীবী ও ট্যুর অপারেটররা প্রস্তুতি শুরু করেছেন। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, বনের প্রাণ প্রকৃতি রক্ষা, বন্যপ্রাণী এবং নদী-খালের মাছের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় প্রতি বছরের ন্যায় এ বছরও ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করা হয়। আগামীকাল নিষেধাজ্ঞার সময় শেষ হবে। এরপর বনজীবী ও টুরিস্টরা নিয়ম মেনে অনুমতি সাপেক্ষে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন। আমরা বনজীবী ও টুরিস্টদের সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন