News71.com
 Bangladesh
 29 Aug 24, 11:40 PM
 116           
 0
 29 Aug 24, 11:40 PM

বিএনপিতে দুষ্কৃতিকারীদের ঠাঁই নেই॥ তারেক রহমান

বিএনপিতে দুষ্কৃতিকারীদের ঠাঁই নেই॥ তারেক রহমান

 

নিউজ ডেস্কঃবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে কোনো দুষ্কৃতিকারীর ঠাঁই হবে না। জনগণের সাথে সম্পর্কোন্নয়নের মাধ্যমে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।’ বৃহস্পতিবার দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের প্রথম দিনে রংপুর বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় দলীয় নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। জনগণকে সাথে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি বলেন, ‘দলের নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতিকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত, কিন্তু বিএনপিতে কোন দুষ্কৃতিকারীর ঠাঁই নাই।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন