News71.com
 Bangladesh
 29 Aug 24, 11:38 PM
 75           
 0
 29 Aug 24, 11:38 PM

এস আলম গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল করলো জ্বালানি মন্ত্রণালয়॥

এস আলম গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল করলো জ্বালানি মন্ত্রণালয়॥

 

নিউজ ডেস্কঃ এস আলম গ্রুপ ও ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ইউনিট-২ প্রকল্পটি বাস্তবায়ন প্রস্তাব বাতিল করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ। আজ বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইআরএলের প্রস্তাবিত ‘ইন্সটলেশন অব ইআরএল ইউনিট-২’ প্রকল্পটি এস আলম গ্রুপের মধ্যে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগী চুক্তির আওতায় বাস্তবায়ন প্রস্তাব বাতিল করা হলো। একই সঙ্গে প্রকল্পটির ডিপিপি বৈদেশিক মুদ্রার হালনাগাদ রেট অনুযায়ী প্রাক্কলন এবং সমস্ত ক্রয় পরিকল্পনা পিপিআর-২০০৮ অনুযায়ী প্রণয়নপূর্বক পরিকল্পনা কমিশনে পুনর্গঠিত ডিপিপি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন