News71.com
 Bangladesh
 29 Aug 24, 09:55 AM
 139           
 0
 29 Aug 24, 09:55 AM

দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের ধরতে যৌথ টাস্কফোর্স॥

দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের ধরতে যৌথ টাস্কফোর্স॥

 

নিউজ ডেস্কঃ দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের ধরতে যৌথ টাস্কফোর্স গঠনের চিন্তা করছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সরকারের চারটি সংস্থার সমন্বয়ে শিগগির এ ধরনের টাস্কফোর্স গঠন করা হতে পারে। কিভাবে অভিযানের পরিকল্পনা করা হবে, সেই রূপরেখাও প্রায় চূড়ান্ত বলে জানা গেছে। দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনী, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও মাঠ পর্যায়ের প্রশাসনের সমন্বয়ে একটি টাস্কফোর্স হচ্ছে। এই টাস্কফোর্সকে বিভিন্ন ধরনের ব্যাংকিং তথ্য দিয়ে সহায়তা করবে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা সেল বিএফআইইউ। ১/১১-এর সেনা সমর্থিত ড. ফখরুদ্দীন আহমদের সরকারের আমলে পরিচালিত দুর্নীতিবিরোধী অভিযানের আদলেই মূল কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে।মন্ত্রণালয় ও জেলাভিত্তিক অভিযানের ছকে যৌথ টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান শুরু হতে পারে অক্টোবরে।তবে বিভিন্ন প্রস্তুতির জন্য অক্টোবর নাগাদ এই কার্যক্রম শুরু করতে না পারলে অবশ্যই জানুয়ারি মাসের মধ্যে এই কার্যক্রম পরিচালনার নির্দেশ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন