
নিউজ ডেস্কঃ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৬ কেজি স্বর্ণসহ আরব আমিরাত-ফেরত এক যাত্রীকে আটক করেছে গোয়েন্দা সংস্থা ও শুল্ক গোয়েন্দা টিম। এ সময় ১০৫টি স্বর্ণের বার ও চারটি গোলাকৃতির স্বর্ণের টুকরা জব্দ করা হয়। গতকাল বুধবার গ্রিন চ্যানেল পার হয়ে বিমানবন্দরের গাড়ি পার্কিংয়ে ব্যাগ তল্লাশি করে এসব স্বর্ণ জব্দ করা হয়। বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। আটক হোসাইন আহমেদ (২৫) সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে।
অনুসন্ধানে জানা গেছে, স্বর্ণের চালানটির নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক সোনা চোরাকারবারের সঙ্গে জড়িত দিলীপ-দোলন সিন্ডিকেট। এর মধ্যে দিলীপ কুমার আগরওয়ালা ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। আর এনামুল হক খান ওরফে দোলন অনিয়মের দায়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) বহিষ্কৃত সাবেক সভাপতি। সূত্র জানিয়েছে, স্বর্ণসহ ধরা পড়া হোসাইন আহমেদ সোনা চোরাচালান সিন্ডিকেটের সক্রিয় ক্যারিয়ার বা বাহক। টাকার বিনিময়ে স্বর্ণ পাচারের কাজ করে এই চক্র। প্রবাসীরা দেশে ফেরার সময় কৌশলে তাঁদের মাধ্যমে দেশে সোনা পাচারে সহায়তা করে চক্রটি। সেই প্রবাসী দেশে ফেরার পর সিন্ডিকেট সদস্যদের মাধ্যমে নিরাপদ স্থানে সোনার চালানটি বুঝে নেয় সদস্যরা।