
নিউজ ডেস্কঃ নীতিনির্ধারণী পর্যায়ে সংস্কারের বিষয়ে ৯টি কৌশলগত বিষয় তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল বুধবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুর্নীতির বিষয়ে নজরদারি করা সংস্থাটি অন্তর্বর্তী সরকারের জন্য আশু করণীয় হিসেবে পাঁচটি বিষয়ও উল্লেখ করেছে। টিআইবির প্রস্তাবে রয়েছে—একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আর স্বার্থের দ্বন্দ্ব এড়াতে একই ব্যক্তি একই সঙ্গে সরকারপ্রধান ও দলীয়প্রধান থাকতে পারবেন না। ধানমণ্ডির মাইডাস সেন্টারে ‘নতুন বাংলাদেশ : দুর্নীতি প্রতিরোধ, গণতন্ত্র ও সুশাসন’ শীর্ষক সংবাদ সম্মেলনে টিআইবি শান্তি-শৃঙ্খলা, জননিরাপত্তা ও প্রশাসনিক স্বাভাবিকতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ জরুরি বলে উল্লেখ করেছে। এ ছাড়া দুর্নীতি ও অর্থপাচার বন্ধে দুদক, বিএফআইইউ, এনবিআর, সিআইডি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে সম্পৃক্ত করে স্থায়ী টাস্কফোর্স গঠনের প্রস্তাব করা হয়েছে।
সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও অর্থপাচার রোধ, সাংবিধানিক, সংবিধিবদ্ধ, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে কার্যকর করা, নাগরিক সমাজ ও গণমাধ্যমের স্বাধীনতা, তথ্য অধিকার ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা, স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর করা, ব্যাংক খাত সংস্কার এবং বিদ্যুৎ, জ্বালানি ও পরিবেশ খাতের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে। সংবাদ সম্মেলনে সুপারিশগুলো তুলে ধরে টিআইবির নির্বাহী পরিচালক ড. মো. ইফতেখারুজ্জামান বলেন, রাষ্ট্র কাঠামোতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে এসব সুপারিশ তুলে ধরা হয়েছে। টিআইবি আরো সুনির্দিষ্টভাবে খাত ও প্রতিষ্ঠানভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নে সহায়তা করতে আগ্রহী।