News71.com
 Bangladesh
 29 Aug 24, 09:46 AM
 124           
 0
 29 Aug 24, 09:46 AM

রাঙামাটিতে সেনা-পুলিশ অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে আইএসপিআরের বিবৃতি॥

রাঙামাটিতে সেনা-পুলিশ অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে আইএসপিআরের বিবৃতি॥

 

নিউজ ডেস্কঃ রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, রাঙামাটির জুরাছড়িতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ব্যাপারে মূল কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের সনাক্ত করার লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটির তদন্ত চলছে। এ অবস্থায় উস্কানিমূলক বক্তব্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন