News71.com
 Bangladesh
 29 Aug 24, 09:46 AM
 78           
 0
 29 Aug 24, 09:46 AM

ড. ইউনূসকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের ফোন॥

ড. ইউনূসকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের ফোন॥

 

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান। বুধবার (২৮ আগস্ট) ড. ইউনূসকে টেলিফোন করে শুভেচ্ছা জানান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ফোনালাপে প্রেসিডেন্ট শেখ মোহাম্মাদ আশা প্রকাশ করেন যে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জন্য সমৃদ্ধি নিয়ে আসবে। আগামী দিনগুলোতে দুই দেশের স্বার্থকে এগিয়ে নিতে এবং দুই দেশের জনগণের প্রবৃদ্ধি ও সমৃদ্ধির আকাঙ্ক্ষা পূরণে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন ইউএই প্রেসিডেন্ট। মানবসম্পদ, কর্মসংস্থান, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপাক্ষীয় বিভিন্ন বিষয়ে আলাপ করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন