
নিউজ ডেস্কঃ অর্থনৈতিক বিপর্যয় থেকে বাংলাদেশের পুনর্গঠনে সহায়তা করতে কানাডাকে বড় ধরনের বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (আগস্ট ২৮) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান।প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শীর্ষ রাজনীতিবিদ এবং উন্নয়ন সংস্থাসহ কানাডার সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করেন শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস। কানাডার পাঠ্য বইয়ে তার গল্প অন্তর্ভুক্ত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। কানাডার সহায়তা চেয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে তার সরকারের সহযোগিতা প্রয়োজন, বড় বিনিয়োগ দরকার।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বিপর্যস্ত অর্থনীতির কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, উত্তরাধিকার সূত্রে অন্তর্বর্তী সরকার এমন একটি অর্থনীতি পেয়েছে যেটি বিপুল পরিমাণ ঋণের ভারে সম্পূর্ণ বিপর্যস্ত ছিল। আমাদের প্রথম অগ্রাধিকার হলো দেশের অর্থনীতি ঠিক করা। দেশে সুশাসন, স্বচ্ছতা-জবাবদিহিতা প্রতিষ্ঠা প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূস বলেন, তার অন্তর্বর্তী সরকার বিগত সরকারের শাসন আমলে ভেঙে পড়া দেশের গুরুত্বপূর্ণ প্রধান প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার এবং শাসন ব্যবস্থায় শৃঙ্খলা ও স্বচ্ছতা আনছে। কানাডিয়ান হাই কমিশনার লিলি নিকোলস বলেন, তার দেশের সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করতে প্রস্তুত।