News71.com
 Bangladesh
 28 Aug 24, 10:20 AM
 159           
 0
 28 Aug 24, 10:20 AM

সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব ফ্রিজ॥

সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব ফ্রিজ॥

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ। মঙ্গলবার (২৭ আগস্ট) ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। চিঠিতে বলা হয়েছে, ওবায়দুল কাদের, স্ত্রী, সন্তান বা পরিবারের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তাও স্থগিত করতে হবে। অ্যাকাউন্ট ফ্রিজের ফলে এখন থেকে তারা আর কোনো টাকা তুলতে পারবে না। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া স্থগিত করা হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিলাদি যেমন– হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী আগামী ৫ কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন