
নিউজ ডেস্কঃ এস আলমের নিয়ন্ত্রণে থাকা আরও দুই ব্যাংকের বোর্ড নতুন করে গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক দুটি হলো, ইউনিয়ন ব্যাংক পিএলসি ও গ্লোবাল ইসলাম ব্যাংক পিএলসি। মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সম্পর্কিত ভিন্ন দুটি নির্দেশনা জারি করে ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো হয়েছে। একই চিঠিতে ব্যাংক দুটির আগের বোর্ড বিলুপ্ত ঘোষণা করা হয়। গ্লোবাল ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও পর্ষদ চেয়ারম্যান করা দেওয়া হলো মেঘনা ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন। পাঁচ সদস্য বিশিষ্ট এই বোর্ডের সব পরিচালকই স্বতন্ত্র।