News71.com
 Bangladesh
 28 Aug 24, 10:11 AM
 122           
 0
 28 Aug 24, 10:11 AM

সাবেক এমপি সালাম মুর্শেদীসহ ৬৮ জনের নামে মামলা॥

সাবেক এমপি সালাম মুর্শেদীসহ ৬৮ জনের নামে মামলা॥

নিউজ ডেস্কঃ খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুস সালাম মুর্শেদীসহ ৬৮ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিএনপি কর্মী সোহেল পারভেজ কাকন বাদী হয়ে দিঘলিয়া থানায় এ মামলার দায়ের করেছেন। খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ আগস্ট বিকেলে কেন্দ্রীয় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল দলীয় নেতাকর্মী নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য দিঘলিয়া ফেরিঘাট সংলগ্ন পাকা রাস্তায় পার্শ্ববর্তী স্থানে অবস্থান করেন। এমন সময়ে সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীসহ আসামিদের নিয়ে কাটা রাইফেল, কাটা বন্দুকসহ বেআইনি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আজিজুল বারী হেলালের গাড়ি বহরের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করেন। এসময় তারা গুলি ও বোমা বিস্ফোরণ ঘটায়। এছাড়া রামদায়ের কোপে বিএনপি নেতা খান মোহাম্মদ, সাজ্জাদসহ বেশ কয়েকজন রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় আব্দুস সালাম মুর্শেদীসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ৬৮ জনের নামোল্লেখ এবং ২০/২৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন