News71.com
 Bangladesh
 28 Aug 24, 10:10 AM
 129           
 0
 28 Aug 24, 10:10 AM

জামায়াত ও শিবিরের উপর আরোপিত নিষেধাজ্ঞা বাতিলের সিদ্ধান্ত॥ যেকোন সময় প্রজ্ঞাপন

জামায়াত ও শিবিরের উপর আরোপিত নিষেধাজ্ঞা বাতিলের সিদ্ধান্ত॥ যেকোন সময় প্রজ্ঞাপন

 


নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্রশিবির নিষিদ্ধের নির্বাহী আদেশ সরকার প্রত্যাহার করতে যাচ্ছে। বৈধতা ফিরে পেতে আবেদন করেছে জামায়াত ও শিবির। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বা দু-এক দিনের মধ্যে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল হতে পারে বলে জানা গেছে। জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানান, যুক্তিসহ লিখিত আবেদন করা হয়েছে। জামায়াত ও শিবিরকে বৈধতা ফিরিয়ে দেওয়ার নিতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার জামায়াত ও শিবিরের পৃথক আবেদন পাওয়ার শুনানি হয়েছে। এতে তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাতিলের সিদ্ধান্ত হয়। তবে কখন, কোথায় এ শুনানি হয়েছে, তা জানা যায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টার মতামত নিয়ে জামায়াত-শিবিরের বৈধতা ফিরিয়ে দেওয়ার ফাইল আজ বুধবার আইন মন্ত্রণালয়ে যেতে পারে। এর পর প্রধান উপদেষ্টার চূড়ান্ত সিদ্ধান্তের পর গেজেট প্রকাশিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন