News71.com
 Bangladesh
 28 Aug 24, 10:09 AM
 106           
 0
 28 Aug 24, 10:09 AM

বন্যা পরিস্থিতির কারনে আরেক দফা বাড়ল উচ্চমাধ্যমিকে ভর্তির সময়॥

বন্যা পরিস্থিতির কারনে আরেক দফা বাড়ল উচ্চমাধ্যমিকে ভর্তির সময়॥

নিউজ ডেস্কঃ বন্যা পরিস্থিতির কারণে কলেজের একাদশ শ্রেণিতে অনলাইনে ৫ম বারের মত বাড়ানো হলো। নতুন সময়সূচি অনুযায়ী, ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর। এই সময় আগে ছিল ২৫ থেকে ২৭ আগস্ট, তার আগে ১৮ থেকে ১৯ আগস্ট পর্যন্ত নিশ্চায়ন আর ২০ আগস্ট ছিল মূল ভর্তি। মঙ্গলবার (২৭ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বন্যা পরিস্থিতির কারণে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত পুনরায় বৃদ্ধি করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন