News71.com
 Bangladesh
 28 Aug 24, 10:08 AM
 106           
 0
 28 Aug 24, 10:08 AM

মির্জা ফখরুলের পিএস পরিচয়ে ২ এমপির কাছে টাকা চেয়ে গ্রেফতার॥

মির্জা ফখরুলের পিএস পরিচয়ে ২ এমপির কাছে টাকা চেয়ে গ্রেফতার॥

 

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব পরিচয়ে সাবেক দুই সংসদ সদস্যের কাছে চাঁদা দাবি করায় দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মেহেন্দীগঞ্জ উপজেলার হারুন হাওলাদারের ছেলে মো. শাহীন (৪০) ও বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার আব্দুস সালামের পূত্র সৈয়দ রিয়াজুল ইসলাম (৩৫)। তারা দুজনে বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুর বস্তির ৮ নং রোডের ভাড়া বাসায় থাকতো। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সোহেল মোল্লা। তিনি জানান, রবিবার রাতে অভিযান চালিয়ে ডিজিটাল যন্ত্রের সহায়তায় আসামিদের লোকেশন ট্রাক ক‌রে বাবুগঞ্জ থেকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন