News71.com
 Bangladesh
 27 Aug 24, 09:54 AM
 134           
 0
 27 Aug 24, 09:54 AM

জাতীয় কবি কাজী নজরুলের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ॥

জাতীয় কবি কাজী নজরুলের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ॥

নিউজ ডেস্কঃ আজ ১২ ভাদ্র মঙ্গলবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী। বাংলা ১৩৮৩ সালের এই দিনে ঢাকায় তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) ৭৭ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই দিনটিতে প্রতিবছর জাতি তাঁকে পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে। ‘বিদ্রোহী কবি’ নামে খ্যাত প্রিয় কবিকে নিবেদন করে নানা আয়োজন করা হয় সংস্কৃতি অঙ্গনে। তবে এবার দেশের রাজনৈতিক আবহ ও বন্যা পরিস্থিতির প্রেক্ষাপটে আয়োজনের সংখ্যা একেবারেই কম। জাতীয় কবির প্রয়াণ দিবস উপলক্ষে বাংলা একাডেমি একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ সকাল ১১টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নজরুলবিষয়ক একক বক্তৃতা দেবেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক গবেষক অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী। এতে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহা. নায়েব আলী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন