News71.com
 Bangladesh
 26 Aug 24, 11:14 PM
 114           
 0
 26 Aug 24, 11:14 PM

আমি হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টানদেরও উপদেষ্টা॥ ড. আ ফ ম খালিদ

আমি হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টানদেরও উপদেষ্টা॥ ড. আ ফ ম খালিদ

 

নিউজ ডেস্কঃ ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যখন রাজনৈতিক পালাবদল হয়, তখনই কিছু দুর্বৃত্ত, কিছু ডাকাত অন্যের সম্পত্তিতে অনুপ্রবেশ করে। এরা দখল ও লুট করে। এদের কোনো ধর্মীয় পরিচয় নেই। এরা দুর্বৃত্ত, এরা ক্রিমিনাল। এদের আইনের আওতায় এনে বিচার করব। আজ সোমবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর মতিঝিলে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনাসভা ও প্রার্থনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘যদি ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো দুর্বৃত্ত হামলা করে, তবে সে যত বড় শক্তিশালী হোক তাকে আমরা আইনের আওতায় এনে কঠোর শাস্তির বিধান করব। আপনার ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পাহারা জোরদার করুন।

ড. খালিদ বলেন, আমি বা আমার সরকার যত দিন দায়িত্বে আছি, তত দিন এই বাংলার কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান কিংবা অন্য কোনো নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর গায়ে যদি আঘাত করা হয়, তাহলে আমরা মনে করব— সেটা আমার গায়ে আঘাত করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বেহাত হওয়া দেবোত্তর সম্পত্তি উদ্ধারে সর্বাত্মক সহযোগিতা করব। ধর্ম মন্ত্রণালয়ের দরজা সবার জন্য খোলা।’ আমি শুধু মুসলমানদের উপদেষ্টা নই, আমি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদেরও উপদেষ্টা উল্লেখ করে তিনি বলেন, ‘এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্যকে আমরা লালন করছি, আগামী দিনেও আমরা এটাকে লালন করে যাব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন