News71.com
 Bangladesh
 26 Aug 24, 09:40 AM
 115           
 0
 26 Aug 24, 09:40 AM

মাঠ প্রশাসনে কাজের অভিজ্ঞতা না থাকলেও হওয়া যাবে ডিসি॥

মাঠ প্রশাসনে কাজের অভিজ্ঞতা না থাকলেও হওয়া যাবে ডিসি॥

নিউজ ডেস্কঃ বর্তমান নিয়মে জেলা প্রশাসক (ডিসি) হতে চাইলে মাঠ প্রশাসনে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হয়। তবে নতুন ডিসি নিয়োগের ক্ষেত্রে মাঠ প্রশাসনে কাজের এই অভিজ্ঞতা শিথিল করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে মাঠ প্রশাসনে কাজের অভিজ্ঞতা না থাকলেও ডিসি হওয়া যাবে বলে জানা গেছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা-২০২২-এ বলা হয়েছে, ডিসি ফিটলিস্ট প্রণয়নের ক্ষেত্রে স্থানীয় সরকারের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), জেলা পরিষদের সচিব, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ডিসি নিয়োগের ক্ষেত্রে মাঠ প্রশাসনে দুই বছরের চাকরির অভিজ্ঞতার শর্ত শিথিলের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই সারসংক্ষেপ অনুমোদন দিলে যেসব কর্মকর্তার মাঠ প্রশাসনে দুই বছরের কাজের অভিজ্ঞতা নেই তাঁরাও ডিসি হতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন