News71.com
 Bangladesh
 26 Aug 24, 09:39 AM
 92           
 0
 26 Aug 24, 09:39 AM

প্রতারনার দায়ে সোনালী ব্যাংকের এমডিসহ ১০ জনের কারাদণ্ড॥

প্রতারনার দায়ে সোনালী ব্যাংকের এমডিসহ ১০ জনের কারাদণ্ড॥

 

নিউজ ডেস্কঃ প্রতারণার মাধ্যমে সোনালী ব্যাংকের চার কোটি পাঁচ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক এমডিসহ ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। গতকাল রবিবার ঢাকার বিশেষ দায়রা জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেন এই রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের স্টেনোগ্রাফার সোহানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক এমডি ও সিইও হুমায়ুন কবির, জিএম ননী গোপাল নাথ, এজিএম সাইফুল হাসান, প্যারাগন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের এমডি সাইফুল ইসলাম রাজা, পরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং মণ্ডল ট্রেডার্সের মালিক মকুল হোসেন, ডিএমডি মাইনুল হক, জিএম মীর মহিদুর রহমান, ডিজিএম সফিজ উদ্দিন আহমেদ ও এজিএম কামরুল হোসেন খান। তাঁদের মধ্যে প্রথম ছয়জনকে দুটি ধারায় ১০ বছর ও সাত বছর করে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শেষের চারজনকে অসুস্থ বিবেচনায় দুটি ধারায় সাত বছর ও তিন বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন