News71.com
 Bangladesh
 26 Aug 24, 09:35 AM
 99           
 0
 26 Aug 24, 09:35 AM

আজ যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্ম তিথী॥

আজ যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্ম তিথী॥

নিউজ ডেস্কঃ দ্বাপর যুগের সন্ধিক্ষণে আবির্ভূত সনাতনধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আজ জন্মতিথি। এটি সনাতনিদের অন্যতম প্রধান ধর্মীয় উত্সব। শুভ জন্মাষ্টমী। ধর্মীয় বিশ্বাস অনুসারে, পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই তাদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর মধ্য-আগস্ট থেকে মধ্য-সেপ্টেম্বরের মধ্যে কোনো একসময়ে পড়ে। জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী উৎসবের ব্যয় কমিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি। ঢাকেশ্বরী মন্দিরে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, আকস্মিক বন্যায় বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীসহ দেশের অন্তত ১০টি জেলা প্লাবিত হয়েছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এসব এলাকায় পূজা উদযাপন পরিষদের নেতাদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তারা ইতিমধ্যে ত্রাণ ও উদ্ধার তৎপরতা শুরু করেছেন। পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জন্মাষ্টমী উত্সবের ব্যয় কমিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য জেলা, মহানগর ও উপজেলা কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন