News71.com
 Bangladesh
 25 Aug 24, 04:02 PM
 88           
 0
 25 Aug 24, 04:02 PM

হত্যা মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার॥

হত্যা মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার॥

 

নিউজ ডেস্কঃ সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনার সঙ্গে গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনের নামে হত্যা মামলা করা হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় সম্প্রতি মামলাটি করা হয়। এ মামলায় গোলাম দস্তগীরের ছেলে গোলাম মর্তুজা পাপ্পার নামও রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন