
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকা, বন্দর নগর চট্টগ্রামসহ সারা দেশে এস আলম গ্রুপ ‘নিয়ন্ত্রণাধীন’ ব্যাংকগুলো থেকে নগদ টাকা উত্তোলন, পে-অর্ডার ক্লিয়ারিং ও অর্থ হস্তান্তরে সমস্যা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেক গ্রাহক ব্যাংকে গিয়ে যে পরিমাণ টাকা তুলতে চাইছেন, তার অর্ধেকও পাচ্ছেন না। জানা গেছে, এস আলম গ্রুপ নিয়ন্ত্রণাধীন ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনসহ অর্থ হস্তান্তরে সমস্যা হচ্ছে বেশি। তবে এসব ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এ সমস্যা কেবল ঢাকা নয়, সারা দেশের শাখাগুলোতে হচ্ছে। তবে সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ ব্যাংক থেকে নগদ অর্থসহায়তা না পাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে সাধারণ গ্রাহকেরা মাত্র কয়েক হাজার টাকা তুলতে হিমশিম খেলেও এ সংকটময় পরিস্থিতিতেও এসব ব্যাংক থেকে হাজার কোটি টাকা তুলে নিচ্ছে এস আলম গ্রুপ।