
নিউজ ডেস্কঃ বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক মন্ত্রী, এমপি ও নেতাদের পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন দুইজন সাংবাদিক৷ আদালতে হাজিরের সময় তাদের নিরাপত্তা ও যথাযথ আইনি অধিকার পাওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে৷ আটক নেতাদের অনেকে আদালত প্রাঙ্গণে পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই শারীরিক হামলার শিকার হয়েছেন৷ এদিকে আটক আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াচ্ছেন না বলে জানা গেছে৷ দুই-একজন চেষ্টা করলেও তারা শেষ পর্যন্ত বক্তব্য রাখতে পারেননি বলে অভিযোগ রয়েছে৷ এসব ঘটনা মানবাধিকারের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন অধিকারকর্মীরা৷
আইনজীবীরা কেন গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে আদালতে দাঁড়াচ্ছেন না সেই বিষয়ে জানতে অন্তত দুইজন আইনজীবীর সঙ্গে কথা বলেছে ডয়চে ভেলে৷ নাম প্রকাশ না করার শর্তে তারা জানিয়েছেন, আদালত এলাকায় আওয়ামী লীগপন্থি আইনজীবীরা ভয়ে আসছেন না৷ কেউ সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপিদের পক্ষে দাঁড়ালে তাদের ‘দালাল ট্যাগ’ দেওয়া হবে এই ভয়ে নির্দলীয় আইনজীবীরাও এই সময়ে ঝুঁকি নিতে চাইছেন না৷