News71.com
 Bangladesh
 19 Aug 24, 10:46 PM
 133           
 0
 19 Aug 24, 10:46 PM

আওয়ামী লীগ আর কাদের সিদ্দিকী এক না॥ বঙ্গবীর কাদের সিদ্দিকী

আওয়ামী লীগ আর কাদের সিদ্দিকী এক না॥ বঙ্গবীর কাদের সিদ্দিকী

 


নিউজ ডেস্কঃ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘আমি কোনো দিন শেখ হাসিনার কোনো অন্যায়ের সঙ্গে ছিলাম না। কিন্তু আমার কি কপাল, আজকে ২৫ বছর কৃষক শ্রমিক জনতা লীগ করেছি। কতবার ওরা আমার মিটিং ভাঙ্গছে, আমার গাড়ি ভাঙ্গছে, আমাকে মিটিং করতে দেয় নাই তারপরও বঙ্গবন্ধুর বাড়িতে গেলে আমাকে আওয়ামী লীগ বলে আমার গাড়ি ভাঙ্গে। আমি এখনো বুঝাতে পারি নাই যে, আওয়ামী লীগ আর কাদের সিদ্দিকী এক না।’ সোমবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালতলা চত্বরে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে এক সমাবেশে এসব কথা বলেন কাদের সিদ্দিকী।

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘গত ১৫ আগস্ট বঙ্গবন্ধুর বাড়ির সামনে আমার গাড়ি ভেঙ্গেছে। আমাকে কেউ কেউ বলে জামায়েতের লোকেরা আপনার গাড়ি ভেঙ্গেছে। আমি বললাম আমি ওদের চিনি, অনেক জামায়েতের নেতা-কর্মীদের সাথে দেখা হয়েছে, কথা হয়। চরমোনাই পীরের লোকেরা আমাকে ছায়ার মতো দেখে। আমার তো মনে হয় না জামায়েতের লোকেরা আমার গাড়ি ভাঙ্গতে পারে। তখন কেউ কেউ বলে আপনি তো বিএনপির সমালোচনা করেন তাই বিএনপির লোকেরা আপনার গাড়ি ভাঙ্গছে। আমি বলেছি বিএনপির লোকেরা আমাকে ওস্তাদ মানে, সালাম করে আমি কী করে মানবো ওরা আমার গড়ি ভেঙ্গেছে। তখন ওরা বলে কেউ না কেউ তো গাড়ি ভাঙ্গছে। আমি বলেছি ওটা শয়তানে ভাঙ্গছে। আরও একটা গাড়ি ভেঙ্গে যদি এদেশের মানুষের মুক্তি হয়, ভালো হয় তাহলে আমার আরও একটি গাড়ি ভাঙ্গুক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন