
নিউজ ডেস্কঃ দীর্ঘ সাড়ে সাত বছর পর দেশের মাটিতে পা রেখেছেন বিএনপি নেতা, এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু। রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাকে পরিবারের সদস্য ফুল বরণ করে নেন।আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে এনটিভির প্রধান কার্যালয়ে গেলে সর্বস্তরের কর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। ২০১৭ সালের ৯ মার্চ দেশত্যাগ করেছিলেন তিনি।