News71.com
 Bangladesh
 17 Aug 24, 10:18 PM
 175           
 0
 17 Aug 24, 10:18 PM

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন মাহবুব মোর্শেদ॥

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন মাহবুব মোর্শেদ॥

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মাহবুব মোর্শেদ। আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। এর আগে পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদের সঙ্গে সরকারের চুক্তি বাতিল করা হয়। এ ছাড়া একই প্রজ্ঞাপনে বাংলা একাডেমির মহাপরিচালক ড. মো. হারুন–উর–রশিদ আসকারী, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর এবং কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে ভারত মিশনের প্রেস উইং শাখার প্রথম সচিব রঞ্জন সেনের সঙ্গে সরকারের চুক্তি বাতিল করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন