News71.com
 Bangladesh
 16 Aug 24, 11:19 AM
 123           
 0
 16 Aug 24, 11:19 AM

সাবেক আইজিপি বেনজীরকে দেশ ছাড়তে সহায়তা' করা ১৭ পুলিশ কর্মকর্তা বদলি॥

সাবেক আইজিপি বেনজীরকে দেশ ছাড়তে সহায়তা' করা ১৭ পুলিশ কর্মকর্তা বদলি॥


নিউজ ডেস্কঃ সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশ ছাড়তে সহায়তার অভিযোগ ওঠা র‌্যাবে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার শাহেদা সুলতানাসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামের সই করা দুটি আদেশে এই বদলি করা হয়। র‌্যাব সদর দপ্তরের অপারেশনস উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক হিসেবে কর্মরত শাহেদাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।

অভিযোগ আছে, গত ৪ মে রাতে বেনজীরকে দেশ ছেড়ে পালাতে যে কয়েকজন পুলিশ সদস্য সহায়তা করেন, তাদের একজন শাহেদা সুলতানা। তিনি বেনজীরকে বিনা বাধায় ইমিগ্রেশন শেষ করিয়ে দিতে তৎপর ছিলেন বলে অভিযোগ রয়েছে। বেনজীর যখন র‌্যাবের ডিজি ছিলেন তখন শাহেদাও বাহিনীটিতে ছিলেন। বেনজীর আইজিপি হলে শাহেদা আইজিপির স্ত্রীর প্রটোকল অফিসার হিসেবে যোগ দেন।বেনজীর আইজিপি পদ থেকে অবসরে গেলে তাকে আবার র‌্যাব সদর দপ্তরের অপারেশন উইংয়ে সিনিয়র সহকারী পরিচালক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন