News71.com
 Bangladesh
 16 Aug 24, 11:19 AM
 137           
 0
 16 Aug 24, 11:19 AM

‘নিরাপদ পথে’ রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখতে চায় অন্তর্বর্তী সরকার॥

‘নিরাপদ পথে’ রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখতে চায় অন্তর্বর্তী সরকার॥

 

নিউজ ডেস্কঃ ইউক্রেইন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা থেকে ‘নিরাপদ’ অবস্থান নিয়ে ভ্লাদিমির পুতিনের দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় রুশ রাষ্ট্রদূত আলেকজান্দার মনতিৎস্কির সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠকে শেষে ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ বলেন, “আমি রাশিয়ার দূতকে বলেছি, যেহেতু রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে, আমাদের যা অবস্থা, আমরা তো যুদ্ধ করতে যাব না কারও সাথে, পারবও না। “সেজন্য আমাদের দেখতে হবে, নিষেধাজ্ঞায়র মধ্য দিয়ে আমরা যতটুকু সহায়তা করতে পারি বা সম্পর্ক রক্ষা করতে পারি, তার সর্বোচ্চটা করতে চাই।”মুক্তিযুদ্ধে রাশিয়ার অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তৌহিদ হোসেন বলেন, “আমরা সবসময় শ্রদ্ধাও করি, রুশ মানুষদের আমরা বন্ধু মনে করি। তবে, আমাদের নিরাপদ পথে চলতে হবে।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন