
নিউজ ডেস্কঃ থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে লুট হওয়া ৩০৯টি অস্ত্র উদ্ধার হয়েছে। এ ছাড়া ৬ হাজার ২৫৮ রাউন্ড গুলি, ৩১৮টি কাঁদানে গ্যাসের শেল, দুটি টিয়ার গ্যাস গ্রেনেড ও ৯টি সাউন্ড গ্রেনেড জব্দ করা হয়েছে। গতকাল বুধবার পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে বেহাত হওয়া আরও ৯৭টি অস্ত্র, ৬ হাজার ৫৮৫ রাউন্ড গোলাবারুদ ও ২৮টি ম্যাগাজিন উদ্ধারের কথা জানিয়েছে র্যাব। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের নির্দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সারাদেশের থানা ও পুলিশ ফাঁড়ির কার্যক্রম চালুর অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে অস্ত্র উদ্ধারে নামে র্যাব-পুলিশ।
খোয়া যাওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে র্যাব-৭ উদ্ধার করেছে ৩৫টি অস্ত্র, ২৭৫ রাউন্ড গোলাবারুদ, আটটি সাউন্ড গ্রেনেড ও পাঁচটি ম্যাগাজিন; র্যাব-১০ পেয়েছে ৯টি অস্ত্র, ৬৬১ রাউন্ড গোলাবারুদ, ৯টি সাউন্ড গ্রেনেড ও মাল্টিটিয়ার গ্রেনেড এবং ১০টি ম্যাগাজিন; র্যাব-১১ উদ্ধার করেছে ১০টি অস্ত্র, ৭৭ রাউন্ড গোলাবারুদ, চারটি সাউন্ড গ্রেনেড ও দুটি ম্যাগাজিন; র্যাব-১২ ফিরিয়ে এনেছে ৪৩টি অস্ত্র, ৫ হাজার ৫৫৯ রাউন্ড গোলাবারুদ ও ১১টি ম্যাগাজিন।