News71.com
 Bangladesh
 14 Aug 24, 09:13 PM
 96           
 0
 14 Aug 24, 09:13 PM

১ সেপ্টেম্বর থেকে ৪৪তম বিসিএসের ভাইভা শুরু॥নিয়োগ পাবেন ১হাজার ৭১০জন

১ সেপ্টেম্বর থেকে ৪৪তম বিসিএসের ভাইভা শুরু॥নিয়োগ পাবেন ১হাজার ৭১০জন

 

নিউজ ডেস্কঃ ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। বুধবার এই সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি সূত্রে জানা যায়, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। রাজধানীর আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে পিএসসির প্রধান কার্যালয়ে প্রার্থীদের ভাইভা পরীক্ষা নেওয়া হবে। ৪৪তম বিসিএস পরীক্ষায় মোট তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। ২০২২ সালের ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশের মাধ্যমে রেকর্ড করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী পাস করেন। ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন