News71.com
 Bangladesh
 28 Jul 24, 09:15 PM
 102           
 0
 28 Jul 24, 09:15 PM

সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে॥আইএসপিআর

সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে॥আইএসপিআর

 

নিউজ ডেস্কঃ বিভিন্ন বিদেশী গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াসমূহে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। রবিবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে সাধারণ মানুষের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তার জন্য গত ২০ জুলাই থেকে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে। দেশের প্রচলিত আইনের আওতায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্যই তারা অসামরিক প্রশাসনকে সহায়তায় কার্যক্রম পরিচালনা করছে বলেও উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কিছু স্বার্থান্বেষী মহল বিভিন্ন বিদেশী গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াসমূহে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে। এর মূল উদ্দেশ্য দেশে এবং বিদেশে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। দেশবাসীকে বিভ্রান্তিকর তথ্য ও সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সেনাবাহিনী বলছে, জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে তারা সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন