News71.com
 Bangladesh
 28 Jul 24, 09:27 AM
 95           
 0
 28 Jul 24, 09:27 AM

সকাল থেকে ১১ঘন্টা কারফিউ শিথিল॥ চিরচেনা তীব্র যানজটে রাজধানী ঢাকা

সকাল থেকে ১১ঘন্টা কারফিউ শিথিল॥ চিরচেনা তীব্র যানজটে রাজধানী ঢাকা

 

নিউজ ডেস্কঃ চলমান কারফিউয়ের নবম দিনে আজ সকাল থেকে ১১ঘন্টা জরুরী অবস্থা শিথিল থাকছে। সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। একই সঙ্গে ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ ও গাজীপুরেও আজ ১১ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। গতকাল শনিবার রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‌‘রবিবার, সোমবার ও মঙ্গলবার ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে কারফিউ চলবে। তবে সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

গতকাল শনিবার রাজধানীর প্রধান সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিতে অনেকের তিন ঘণ্টা পর্যন্ত সময় লেগেছে। সড়কের পরিস্থিতি উন্নতি হওয়ার পাশাপাশি যানজটে কর্মজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন। যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে দেশের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কগুলোতেও। গত কয়েক দিনের তুলনায় গতকাল সড়কে গণপরিবহনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে এখনো ট্রেন চলাচল শুরু না করলেও দূরপাল্লার লঞ্চ চলাচল শুরু হয়েছে। ক্রমে বাড়ানো হচ্ছে অফিসের কর্মঘণ্টা। আজ রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত তিন দিন সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অফিসের সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন