News71.com
 Bangladesh
 26 Jul 24, 07:21 PM
 109           
 0
 26 Jul 24, 07:21 PM

সারা দেশে চার হাজারের বেশি গ্রেপ্তার॥

সারা দেশে চার হাজারের বেশি গ্রেপ্তার॥

 

নিউজ ডেস্কঃ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে পুলিশের ওপর হামলা, স্থাপনা ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়াসহ সহিংসতার অভিযোগে ঢাকায় এ পর্যন্ত ২০১টি মামলা হয়েছে। জামায়াত ও বিএনপির কয়েকজন শীর্ষস্থানীয় নেতাসহ গ্রেপ্তার হয়েছে দুই হাজার ২০৯ জন। একই সময়ে সারা দেশে চার হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর ও ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।ডিএমপি সূত্র জানায়, কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নিউ এলিফ্যান্ট রোড থেকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। এ্যানির বড় ভাই হ্যাপী চৌধুরীর বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। পাশাপাশি বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলুর ছেলে সানিয়াতসহ আরো অনেক নেতাকর্মীকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আটক করেছেন বলে দাবি করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন