
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ড বাংলাদেশ জানিয়েছে, কোটা সংস্কারের আন্দোলনকে মহান মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর অপচেষ্টা করছে একটি মহল। এ ধরনের বিভাজন থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। সোমবার (১৫ জুলাই) এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু সই করা এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃততে বলা হয়েছে, এডিটরস গিল্ড গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, চলমান কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল দেশে অস্থিরতার পরিবেশ সৃষ্টিতে তৎপর হয়েছে।