News71.com
 Bangladesh
 17 Jul 24, 10:58 AM
 108           
 0
 17 Jul 24, 10:58 AM

সরকারি নিয়োগের প্রশ্ন ব্যবস্থাপনায় থাকছেন না পিএসসির কর্মকর্তারা॥

সরকারি নিয়োগের প্রশ্ন ব্যবস্থাপনায় থাকছেন না পিএসসির কর্মকর্তারা॥

 

নিউজ ডেস্কঃ নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর অংশ হিসেবে পিএসসি কর্মকর্তাদের মডারেশন কক্ষে প্রবেশে নিষেধাজ্ঞা, পাসওয়ার্ড-সংবলিত অত্যাধুনিক ট্রাঙ্ক ব্যবহার, ডিজিটালি রুম বন্ধ করা ইত্যাদি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত সোমবার এসব তথ্য জানান পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস রোধে বিদ্যমান ব্যবস্থা যথাযথ কি না এবং তা আরও কীভাবে সুরক্ষিত করা যায়, এসব বিষয়ে পর্যালোচনা হচ্ছে। এর অংশ হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যাঁরা প্রশ্নপত্র মডারেশন করবেন, তাঁরাও কক্ষে মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না। একই সঙ্গে পিএসসির কোনো কর্মকর্তাও প্রশ্ন মডারেশনের সময় কক্ষে প্রবেশ করতে পারবেন না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন