
নিউজ ডেস্কঃ চলমান কোটা সংস্কার আন্দোলন ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পর করণীয় কী হবে, তা ঠিক করতে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সিন্ডিকেটের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে করণীয় ঠিক করতে আজ (বুধবার) ১০টায় সিন্ডিকেট আহ্বান করেছেন উপাচার্য।’