
নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ‘সংক্ষিপ্ত’ বৈঠক হয়নি। যারা এই বৈঠককে সংক্ষিপ্ত দাবি করছেন, সেটা আসলে ‘অবাস্তব’।মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকার চীনা দূতাবাসে প্রধানমন্ত্রীর সম্প্রতি চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সংবাদ সম্মলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, আমি আপনাদের বলতে পারি। আমি সেখানে (মিটিংয়ে) ছিলাম। এটি ছিল প্রায় এক ঘণ্টাব্যাপী। ৩০ মিনিট ধরে বৈঠক হয়েছে বলে যে, দাবি করা হয়েছে তা ‘অবাস্তব’।