News71.com
 Bangladesh
 15 Jul 24, 10:16 AM
 150           
 0
 15 Jul 24, 10:16 AM

মেডিকেল কলেজগুলোর মান বাড়লে আরও সুদক্ষ ডাক্তার তৈরি হবে॥ স্বাস্থ্যমন্ত্রী

মেডিকেল কলেজগুলোর মান বাড়লে আরও সুদক্ষ ডাক্তার তৈরি হবে॥ স্বাস্থ্যমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমাদের মেডিকেল কলেজগুলোর সুযোগ-সুবিধা বাড়াতে হবে। মেডিকেল কলেজগুলো ডাক্তার তৈরি করে। তাদের মান বাড়লে আর উন্নত যুগোপযোগী শিক্ষা দিলে আমরা আরও সুদক্ষ ডাক্তার পাবো। রোববার (১৪ জুলাই) সকালে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মেডিকেল প্রফেশনাল এবং রোগীদের সুরক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া তৈরি শেষ পর্যায়ে আছে। এরই মধ্যে আমরা অনেকবার এটা নিয়ে মন্ত্রণালয়ে সভা করেছি। এই আইন রোগী এবং ডাক্তার উভয়কেই সুরক্ষা দিবে। বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম ডাক্তারদের বিদ্যমান সকল সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করার গুরুত্ব তুলে ধরেন এবং প্রয়োজনে ডাক্তারদের জন্য সুপার নিউমারি পদ সৃষ্টির উদ্যোগের কথা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন