News71.com
 Bangladesh
 14 Jul 24, 11:37 PM
 133           
 0
 14 Jul 24, 11:37 PM

কোটা বহাল রেখেই হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ॥

কোটা বহাল রেখেই হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ॥

 

নিউজ ডেস্কঃ সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছর মুক্তিযোদ্ধা, তাদের সন্তান ও নাতি-নাতনিরা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেশের নাগরিকদের মধ্যে তাদের সবচেয়ে পিছিয়ে পড়া অংশে পরিণত করেছে। গত ৫ জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রবিবার বিকেলে ওই রায়ের ২৭ পৃষ্ঠা পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রায়ের অনুলিপিতে দেখা গেছে, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি খিজির হায়াত মূল রায়টি লিখেছেন। জ্যেষ্ঠ বিচারপতি কে এম কামরুল কাদের তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন। এর আগে গত ১১ জুলাই রায়ের মূল অংশ প্রকাশ করা হয়। সেখানে সব কোটা বজায় রেখে সরকারি নিয়োগের ক্ষেত্রে প্রয়োজন মনে করলে সরকার কোটার হার পরিবর্তন বা বাড়াতে-কমাতে পারবে বলে মত দেন আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন